ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী-গাজীখালী বিধৌত উত্তর মানিকগঞ্জের বিরাট জনগোষ্ঠির বিস্তীর্ণ অঞ্চল দরগ্রাম। এই গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে শিক্ষার আলোক বর্তিকা হাতে দাঁড়িয়ে আছে সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ। এই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক ইচ্ছা এবং প্রচেষ্টায় এই নিভৃত পল্লীতে ১৯৬৬ সালে ১ জুলাই এ স্থাপিত হয়ে ছিল ভিকু মেমোরিয়াল কলেজ। মরহুম ভিকু বেপারির নামানুসারে কলেজটির নামকরণ করা হয় ভিকু মেমোরিয়াল কলেজ। যাঁরা উচ্চ শিক্ষার এ পাদপীঠ গড়ে তুলেছিলেন তাঁদের উদ্দেশ্য ছিল এলাকার তরুণ শিক্ষার্থীরা যাতে গ্রামে বসেই উচ্চ শিক্ষার আলোক পেতে পারে আর শহরে যেতে না হয়। জেলা শহর থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ স্বগ্রামে অবস্থিত উচ্চ বিদ্যালয়েই সর্বপ্রথম শুরু করেছিলেন ভিকু মেমোরিয়াল কলেজ। এ কলেজ প্রতিষ্ঠাতাবৃন্দের অন্তরে হয়তো এমন এক শুভ চিন্তা ছিল যাতে উচ্চ শিক্ষা প্রাপ্ত অধ্যাপকবৃন্দ, দরগ্রামের মাটিতে অবস্থান করে তাদের চারিত্রিক এবং বিদ্যাবত্তার গুণে এলাকার ছেলেমেয়েদের শিক্ষা ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। ১৯৬৬ সাল থেকে এই মহাবিদ্যালয় সেই মহান উদ্দেশ্য সফল করার লক্ষ্যে জ্ঞানের আলো বিতরণ করে চলেছে অভিজ্ঞ এবং সুযোগ্য অধ্যাপকমন্ডলীর মাধ্যমে। Read More...
ভিশন
গুণগত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, সুশিক্ষিত, উন্নত নৈতিকতা সম্পন্ন ও মানবিক প্রজন্ম তৈরি করা। যারা একবিংশ শতকের চ্যালেঞ্জসমূহ
মোকাবেলা করতে সক্ষম হবে।
মিশন
· কলেজ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
· Co-Curricular শিক্ষার্থীদের ব্যাপকভাবে জড়িত করা।
· সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।
· মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের পরিবেশ নিশ্চিত করা।
· Career Planning সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো।
· মান সম্মত শিক্ষা দান।