সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ লাইব্রেরী প্ৰশাসনিক ভবনের নিচ তলায় অবস্থিত। লাইব্ৰেরিতে প্ৰতিটি বিভাগের জন্য আলাদা আলাদা তাকে বই রাখা আছে এবং পড়ার জন্য একটি রিডিং রুম রয়েছে। ছাত্ৰীদের জন্য পৃথক কমন রুম আছে। শিক্ষার্থীরা নিয়ম মেনে বিভিন্ন ধরনের বই উত্তোলন করতে পারে। 
 
  |