End-time: 15 Dec 2017
Message From Vice Principal
উপাধ্যক্ষ মহদোয়ের বাণী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ বিশ্বব্যাপী শিক্ষাসহ সমস্ত ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিস্তার ও যথাযথ ব্যবহার একটি জাতিকে উন্নততর করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সে কারণেই বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার‘ভিশন ২০২১’বাস্তবায়নে এবং‘ডিজিটাল বাংলাদেশ’গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজের সকল কার্যক্রমের বিজ্ঞপ্তি ও তথ্যাবলী জানতে পারবে।প্রতিষ্ঠানের হাল নাগাদ তথ্য,নিয়ম নীতি,কার্যপরিচালনা,শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এ ওয়েবসাইটে পাওয়া যাবে।শিক্ষার উন্নয়নে ও উত্তরোত্তর সাফল্যের ক্ষেত্রে এই ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে।
ডিজিটাল বাংলাদেশ এর সহিত সাযুজ্য সাধনকারী অধ্যক্ষ মহোদয়ের এ মহৎ কর্মোদ্যোগ গ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।সম্মানিত শিক্ষকমন্ডলী ও প্রিয় শিক্ষার্থীরা এই ওয়য়েবসাইটের মাধ্যমে সব সময় আপডেট থাকবেন,এই আশা ব্যক্ত করছি।
share with :
Message From Principal
প্রফেসর দিপা রানী পৈত
Message From Vice Principal
প্রফেসর দিপা রানী পৈত