ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী-গাজীখালী বিধৌত উত্তর মানিকগঞ্জের বিরাট জনগোষ্ঠির বিস্তীর্ণ অঞ্চল দরগ্রাম। এই গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে শিক্ষার আলোক বর্তিকা হাতে দাঁড়িয়ে আছে সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ।
এই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক ইচ্ছা এবং প্রচেষ্টায় এই নিভৃত পল্লীতে ১৯৬৬ সালে ১ জুলাই এ স্থাপিত হয়ে ছিল ভিকু মেমোরিয়াল কলেজ। মরহুম ভিকু বেপারির নামানুসারে কলেজটির নামকরণ করা হয় ভিকু মেমোরিয়াল কলেজ। যাঁরা উচ্চ শিক্ষার এ পাদপীঠ গড়ে তুলেছিলেন তাঁদের উদ্দেশ্য ছিল এলাকার তরুণ শিক্ষার্থীরা যাতে গ্রামে বসেই উচ্চ শিক্ষার আলোক পেতে পারে আর শহরে যেতে না হয়। জেলা শহর থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ স্বগ্রামে অবস্থিত উচ্চ বিদ্যালয়েই সর্বপ্রথম শুরু করেছিলেন ভিকু মেমোরিয়াল কলেজ। এ কলেজ প্রতিষ্ঠাতাবৃন্দের অন্তরে হয়তো এমন এক শুভ চিন্তা ছিল যাতে উচ্চ শিক্ষা প্রাপ্ত অধ্যাপকবৃন্দ, দরগ্রামের মাটিতে অবস্থান করে তাদের চারিত্রিক এবং বিদ্যাবত্তার গুণে এলাকার ছেলেমেয়েদের শিক্ষা ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। ১৯৬৬ সাল থেকে এই মহাবিদ্যালয় সেই মহান উদ্দেশ্য সফল করার লক্ষ্যে জ্ঞানের আলো বিতরণ করে চলেছে অভিজ্ঞ এবং সুযোগ্য অধ্যাপকমন্ডলীর মাধ্যমে।
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে কলেজটি ১৯৮৬ সালের ১ জুলাই সরকারি কলেজ রূপে স্বীকৃতি পায়। সরকারিকরণে প্রয়াত রাজনীতিবিদ কর্নেল এম এ মালেকের অসামান্য অবদান চির অম্লান হয়ে থাকবে। ১৯৬৬ সালের জুলাই মাসের সোনালী ঊষার যে কলেজের জন্ম আজ সে প্রতিষ্ঠান সুদৃশ্য অট্টালিকা শোভিত। মনোরম পরিবেশে সুদৃশ্য অট্টালিকায় ছাত্র-ছাত্রীদের কলহাস্যময় ধব্বনি অভিভাবকদের প্রাণ কেড়ে নেয়। সরকারি কলেজ হওয়ার ফলে বিভিন্ন সরকারি কলেজ থেকে আসছেন বিসিএস শিক্ষা ক্যাডারের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ । তাঁদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গন। কলেজের সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়াঙ্গন প্রাণচঞ্চল হয়ে উঠেছে।
মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা এই তিন বিভাগে পড়াশুনা চলছে। ছাত্র-ছাত্রীদের জন্য সুসজ্জিত সুন্দর গ্রন্থাগার রয়েছে। কলেজ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ফলাফল বরাবরই সন্তোষজনক। এইচএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে বহুসংখ্যক ছাত্র-ছাত্রী প্রথম বিভাগে পাশ করেছে। এখানে আরো উল্লেখ যে, এই কলেজের একজন ছাত্র ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃষিবিজ্ঞান শাখায় ঢাকা বোর্ডের প্রথম স্থান অধিকার করেছিল। ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে কলেজটি মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ হিসাবে স্বীকৃতি পেয়েছিলো। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী বর্তমানে দেশের বিভিন্ন ক্ষেত্রে সম্মানজনক পদে অধিষ্ঠিত রয়েছে। বর্তমানে বাংলা, ইংরেজি ,রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ কর্ম এই চারটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। আরও তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু করার প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ, ক্রমাগত অগ্রগতির পথে এগিয়ে চলেছে। আগামী দিনে হয়তো এখানেই আরো উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। |