Text Size      A    A    A
Color
    
C
  
C
  
C
  
C
End-time: 15 Dec 2017
Message From Principal

অধ্যক্ষ মহোদয়ের বাণী

 

শিক্ষাসহ সমস্ত ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ বিশ্বব্যাপী একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড-এই সত্যকে ধারণ করে আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে জ্ঞান, মূল্যবোধ ও মানবিকতার আলো ছড়াচ্ছে। সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই গুণগত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সাথে সাথে একথা প্রণিধানযোগ্য যে বৈষম্যহীন সমাজ গঠনে এবং মেধার বিকাশে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


আমাদের লক্ষ্য শুধুমাত্র পাঠ্যক্রম শেষ করা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, এবং সৃজনশীলতা বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। কলেজের একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে আমরা একটি আধুনিক, প্রগতিশীল ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর ঘটাতে অঙ্গীকারবদ্ধ।

 

সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজের সকল কার্যক্রমের বিজ্ঞপ্তিসহ সংশ্লিষ্ট তথ্যাবলী জানতে পারবে। প্রতিষ্ঠানের হাল নাগাদ তথ্য, নিয়ম নীতি, কার্যপরিচালনা,শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এ ওয়েবসাইটে সন্নিবেশিত করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আসুন, আমরা একসাথে একটি সমৃদ্ধ ও আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যাই। শিক্ষার উন্নয়নে ও উত্তরোত্তর সাফল্যের ক্ষেত্রে এই ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।



share with :