Text Size      A    A    A
Color
    
C
  
C
  
C
  
C
Print
Notice :
দিগন্ত


দিগন্ত
প্রধান পৃষ্ঠপোষক
প্রফেসর আবুল ইসলাম শিকদার, অধ্যক্ষ
প্রধান উপদেষ্টা
মোঃ মিজানুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ
সম্পাদনা পর্ষদ
গৌতম কুমার সাহা
মশিয়ূর রহমান হুদা
বর্ণবিন্যাস
মোঃ আবুল হোসেন
মুদ্রণ
প্রকাশ কাল
মে ২০১৫
প্রকাশনায়
সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ
দরগ্রাম, সাটুরিয়া, মানিকগঞ্জ।
অধ্যক্ষের কথা
দীর্ঘদিন পরে হলেও সরকারি ভিকু মেমোরিয়াল
কলেজ তার বার্ষিক ম্যাগাজিন ‘দিগন্ত’ প্রকাশ করতে যাচ্ছে। নানা প্রতিকূলতায় ‘দিগন্ত’
হয়তো তার ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি, কিন্তু তার অস্তিত্ব যে বিলীন হয়ে যায়নি,
অনুকূল পরিবেশে  সে যে আবার পত্র পল্লবে ফুলেফলে
বিকশিত হয়ে উঠতে পারে তারই প্রমাণ এবারের প্রকাশিত প্রাণবন্ত ‘দিগন্ত’। একটি কলেজ ম্যাগাজিন
কেবল প্রতিষ্ঠানের ধারাবাহিক স্মরণীকা নয় তার মধ্যে থাকে কাঁচাপাকা লেখার এক অনবদ্য
সমাবেশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো  কেবল জ্ঞান
দানের ক্ষেত্রই নয় তা জ্ঞান সৃষ্টিরও উর্বর ক্ষেত্র। বার্ষিক ম্যাগাজিন সে সত্যটিকেই
প্রতিষ্ঠিত করে। আজকের কুণ্ঠিত নবীন লেখকই হয়তো একদিন হবে দেশ কাঁপানো লেখক। দুঃখজনক
হলেও সত্য আমাদের শিক্ষা ব্যবস্থা যেসব অনুশীলনের মধ্যে দিয়ে পথ চলছে তাতে ছাত্র-ছাত্রীদের
মধ্যে লেখার প্রবণতা ক্রমান্বয়ে কমে আসছে। শিক্ষকদের লেখালেখির বিষয়টিও ব্যতিক্রম ছাড়া  নোট-গাইডের গ-িতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। যান্ত্রিক
উন্নয়ন আমাদের দৈনন্দিন জীবনের জৈবিক প্রয়োজন যতই পূর্ণ করুক না কেন একটি জাতি  একটি দেশ প্রাণ নিয়ে বেঁচে থাকে তার চিন্তা শক্তির
ওপর। আর এই চিস্তন শক্তির বাস্তব প্রকাশ হচ্ছে লেখার বিভিন্ন মাধ্যম। দিগন্তের ভূমিকা
হয়তো সেখানে খুবই স্বল্প কিন্তু প্রয়াসটি প্রশংসার দাবীদার।
সকলেই হয়তো বড় লেখক হবে না, কিন্তু লেখালেখির
সাধারণ চর্চায় যে মননশীলতা তৈরি হয় তা মানুষের পরবর্তী জীবনকে প্রভাবিত করে ভীষণভাবে।
এসব শুভ চিন্তাকে সামনে রেখেই প্রকাশিত হতে যাচ্ছে ‘দিগন্ত’।
একদিন অত্র এলাকায় সুধিজন-জ্ঞানীজনদের
শুভ প্রয়াসে গড়ে উঠেছিল এই বিদ্যাপিঠটি। আজ তার কলেবর বৃদ্ধি পেয়েছে। এখানে অনার্স
কোর্স চালু হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন চলছে। প্রতিষ্ঠানটিকে আক্ষরিক অর্থেই গড়ে তুলতে
হবে। একজন অধ্যক্ষ হিসেবে সম্ভব সকল প্রচেষ্টাই আমি অব্যাহত রাখবো। আনন্দের বিষয় হচ্ছে,
এই গড়ে তুলবার ক্ষেত্রে স্থানীয় জনসাধারণের অকুণ্ঠ সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। আমি
তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। একজন সরকারি কর্মকর্তা হিসেবে কারও নাম উল্লেখ করার
আবেগটি সংযত রাখতে পারলেও প্রয়াত রাজনীতিবিদ কর্নেল এম.এ মালেকের নামটি শ্রদ্ধার সাথে
স্মরণ করতেই হয়। কলেজটি সরকারি করণে তার অসামান্য অবদান চির অম্লান থাকবে। তার সুযোগ্য
পুত্র মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপনও পিতার
মতই কলেজটিকে পরিচর্যা করে যাচ্ছেন। তার নেতৃত্বে এবং স্থানীয় গণ্যমান্য ও জনসাধারণের
সহযোগিতায় কলেজটিকে বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকট একটি অনুকরণীয় প্রতিষ্ঠান
হিসেবে গড়ে তুলতে পারবোÑ আমি ‘দিগন্ত’র মাধ্যমে সে প্রত্যয় দৃঢ়ভাবে ব্যক্ত করছি।
উপাধ্যক্ষের কথা
আগামীর বিনির্মাণে আজকের এই শিক্ষার্থীরাই
মুখ্য ভূমিকা পালন করবে। তাই তাদেরকে দক্ষ, যোগ্য ও সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব অগ্রজের।
আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে সে ইতিহাস রচনার অগ্রনায়ক এই ছাত্র-ছাত্রিরাই।
শিক্ষার্থীদের মেধা আর সৃজনশীলতাকে সঠিক পরিচর্যা ও বিকাশের পথ করে দিতে সহশিক্ষা কার্যক্রম
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীর যে বহুমাত্রিক প্রতিভা রয়েছে তার স্বাভাবিক
বিকাশে একটি ক্ষেত্র তৈরির ক্ষুদ্র প্রয়াস সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের বার্ষিক ম্যাগাজিন
দিগন্ত। দিগন্তে স্থান পেল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সৃষ্টিশীল ভাবনা। এখান থেকেই
অনাগত দিনগুলোর শিল্প-সাহিত্য-সংস্কৃতির সফল মানুষ তৈরি হবেÑ এ আশা অমূলক নয়।
কলেজের সকল শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষক
ও অধ্যক্ষ মহোদয়ের  ঐকান্তিক ইচ্ছা ও আন্তরিক
প্রচেষ্টায় দিগন্ত প্রকাশিত হলো। আগামীতেও দিগন্তের যাত্রা অব্যাহত থাকবে।  বার্ষিক ম্যাগাজিন দিগন্ত এই কলেজের জন্য নতুন দিগন্তের
সূচনা করবেÑ এ আশাবাদ ব্যক্ত করছি।
সম্পাদকীয়
ক্লাস-পরীক্ষার বেড়াজালে বন্দী শিক্ষার্থীদের  সৃজনশীল ও মননশীল ভাবনাকে বিকাশের সহায়ক হিসেবে
প্রকাশিত হলো সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের বার্ষিক ম্যাগাজিন  দিগন্ত । আজকের শিক্ষার্থীদের সৃজনশক্তি আগামীর
শিল্প-সংস্কৃতি-বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে। তার মনের কোণে সৃজনের যে বীজটি বিকাশের
অপেক্ষায় তার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির দায়িত্ব অগ্রজের। সেই ভাবনা থেকেই আমাদের
এই আয়োজন। এই আয়োজনকে পূর্ণতা দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের সৃজনশীল কিছু লেখা।  নবীন-প্রবীণের ভাবনা আর সৃষ্টিশীলতা এক হয়ে মিশেছে
আমাদের এই দিগন্তে। এই আমাদের আনন্দ। শিল্পমান যা-ই হোক, দিগন্ত  ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের যে আগ্রহ ও উন্মাদনা
আমরা লক্ষ করেছি কেবল তা-ই পারে দিগন্তের সীমানা পেরিয়ে নতুন আকাশ রচনা করতে। হয়তো
তাদের আলোয় আরও স্পষ্ট হয়ে উঠবে ভবিষ্যতের বিজ্ঞান-শিল্প-সংস্কৃতি।
সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী,
শিক্ষক, কর্মচারী, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ মহোদয়ের সার্বিক সহযোগিতা বার্ষিক ম্যাগাজিন
দিগন্ত প্রকাশের পথকে সুগম করেছে। সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা।
সরকারি ভিকু মেমেরিায়াল
কলেজ
দরগ্রাম, সাটুরিয়া, মানিকগঞ্জ।
স্থাপিত-১৯৬৬ ইং
অধ্যক্ষগণের নামের তালিকা
বেসরকারি
ক্রমিক নং  নাম  কার্যকাল
  হইতে  পর্যন্ত
১  আব্দুল
বাছেদ (ভারপ্রাপ্ত)  ০১-০৬-১৯৬৬ ১৭-০৮-১৯৬৬
২  আব্দুল
লতিফ  ১৮-০৮-১৯৬৬ ৩১-১২-১৯৬৮
৩  আব্দুল
বাছেদ  ০১-০১-১৯৬৯  ১১-০৩-১৯৭১
৪  হারুন-অর-রশীদ
(ভারপ্রাপ্ত)  ১২-০৩-১৯৭১ 
৫  অজিত
কুমার রায়  ০৮-০১-১৯৭২  ০৩-১১-১৯৭৪
৬  মোহাম্মদ
আলী (ভারপ্রাপ্ত)  ০৪-১১-১৯৭৪ 
৭  সন্তোষ
কুমার বশাক (ভারপ্রাপ্ত) 
৮  শাহাবুদ্দীন
হাওলাদার (ভারপ্রাপ্ত) 
৯ 
মোঃ আব্দুর সাত্তার 
১০  আবু
বকস খাঁন ২১-০৬-১৯৭৭  ৩০-০৬-১৯৮৬
সরকারি
১১  আবু
বকস খাঁন (ভারপ্রাপ্ত)  ০১-০৭-১৯৮৬  ০৪-০৬-১৯৮৯
১২  প্রফেসর
মুহাম্মদ আলী আকবর  ০৫-০৬-১৯৮৯ ০৮-১১-১৯৯৯
১৩  সফি
উল্লাহ ভূঞাঁ (ভারপ্রাপ্ত)  ০৯-১১-১৯৯৯  ০২-০৫-২০০০
১৪  মোঃ
ওয়াজেদ আলী (স্ববেতনে অধ্যক্ষ)  ০৩-০৫-২০০০ ১০-০৮-২০০০
১৫  সফি
উল্লাহ ভূঞাঁ (স্বপদে অধ্যক্ষ)  ১১-০৮-২০০০  ২৪-০৪-২০০১
১৬  প্রফেসর
মমতাজ মহল (অধ্যক্ষ)  ২৫-০৪-২০০১  ২০-১২-২০০১
১৭  প্রফেসর
নিত্যানন্দ মল্লিক (অধ্যক্ষ)  ১৯-০১-২০০২  ৩১-০১-২০০২
১৮  মোঃ
সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত)  ০৪-০৩-২০০২ ২০-০৩-২০০২
১৯  মোঃ
নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত)  ২১-০৩-২০০২ ২০-০৪-২০০২
২০  প্রফেসর
আবু তাহের মোঃ আইউব (অধ্যক্ষ)  ২১-০৪-২০০২  ২২-১১-২০০৩
২১  প্রফেসর
কামাল আতাউর রহমান   ০৮-১২-২০০৩ ০৮-০৫-২০০৪
২২  মোঃ
শাহ আলম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ০৯-০৬-২০০৪ ১২-১২-২০০৪
২৪  মোঃ
শাহ আলম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ০৯-০৬-২০০৪ ০৪-০৭-২০০৪
২৫  প্রফেসর
মোঃ আশরাফ হোসেন (ভারপ্রাপ্ত)  ০৪-০৭-২০০৪  ১২-১২-২০০৪
২৬  সন্তোষ
কুমার বসাক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ১২-১২-২০০৪  ২৬-০১-২০০৫
২৭  প্রফেসর
মোঃ আমীর হোসেন মিয়া  ২৭-০১-২০০৫  ০৯-০১-২০০৬
২৮  সন্তোষ
কুমার বসাক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ০৯-০১-২০০৬  ০৪-০২-২০০৬
২৯  মোঃ
শাহ আলম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ০৪-০২-২০০৬ ২৯-০৫-২০০৬
৩০  প্রফেসর
সৈয়দ আহমদ (অ্যধক্ষ)  ২৯-০৫-২০০৬ ২৫-০২-২০০৭
৩১  প্রফেসর
হাফিজ দ্বীন মুহাম্মদ নবী (অধ্যক্ষ)  ০৮-০৩-২০০৭ ০৩-১০-২০০৭
৩২  মোঃ
মিজানুর রহমান চৌধুরী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ০৪-১০-২০০৭  ৩০-১২-২০০৭
৩৩  প্রফেসর
সন্তোষ কুমার বসাক অধ্যক্ষ  ৩১-১২-২০০৭  ৩০-০৮-২০০৮
৩৪  মোঃ
মিজানুর রহমান চৌধুরী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ৩১-০৮-২০০৮ ০৩-০৪-২০০৯
৩৫  প্রফেসর
মোঃ নিজামউদ্দিন (অধ্যক্ষ)  ০৪-০৪-২০০৯  ২৯-১২-২০০৯
৩৬  মোঃ
মিজানুর রহমান চৌধুরী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ৩০-১২-২০০৯ ২৪-০৯-২০১০
৩৭ 
প্রফেসর মোহাম্মদ মফিজুর রহমান (অধ্যক্ষ) ২৮-০৯-২০১০  ৩১-১০-২০১৪
৩৮  মোঃ
মিজানুর রহমান চৌধুরী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  ০১-১১-২০১৪  ২১-০১-২০১৫
৩৯  প্রফেসর
আবুল ইসলাম শিকদার (অধ্যক্ষ)  ২২-০১-২০১৫ 
সরকারি ভিকু মেমেরিায়াল
কলেজ
দরগ্রাম, সাটুরিয়া, মানিকগঞ্জ।
স্থাপিত-১৯৬৬ ইং
উপাধ্যক্ষগণের নামের তালিকা
বেসরকারি
ক্রমিক নং  নাম  কার্যকাল
  হইতে  পর্যন্ত
১  মোহাম্মদ
আলী ০১-০২-১৯৭৪ 
সরকারি
১  খন্দকার
মোযহারুল ইসলাম  ২৩-০৯-১৯৯৯ ২৭-০২-১৯৯২
২  মোঃ
আব্দুল মান্নান  ২৩-০৭-১৯৯২ ২৩-০৮-১৯৯২
৩  মোঃ
আব্দুর রউফ  ১৮-১১-১৯৯২  ২৯-০৭-১৯৯৩
৪  এ.এম
সায়েদুর রহমান  ২৮-০৮-১৯৯৩ ২৪-০৯-১৯৯৫
৫  মোঃ
সফিউল্লাহ ভূঁঞা  ২৭-১১-১৯৯৫  ০৮-১১-১৯৯৯
৬  মোঃ
নজরুল ইসলাম  ১১-০৩-২০০২  ০৯-০২-২০০৩
৭  প্রফুল্ল
কুমার রায়  ২৬-০২-২০০৩ ০৮-০৬-২০০৪
৮  সন্তোষ
কুমার বসাক  ০২-০৯-২০০৪  ০৯-০১-২০০৬
৯  মোঃ
মিজানুর রহমান চৌধুরী  ১৩-০৭-২০০৬
সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রী
কলেজ দরগ্রাম,সাটুরিয়া, মানিকগঞ্জ
বিষয়ভিত্তিক শিক্ষক তালিকা
অধ্যক্ষ
প্রফেসর আবুল ইসলাম শিকদার (১০৩৭)
জন্ম তারিখ : ৩-১১-১৯৫৮
মোবাইল নম্বর : ০১৭১২৭৮৫৯৩৩  উপাধ্যক্ষ
মোঃ মিজানুর রহমান চৌধুরী (৫৯৮৮)
জন্ম তারখি : ১২-০২-১৯৬৩
মোবাইল নম্বর : ০১৮২৭৩১৩৯২৩
ক্রঃ  নং  নাম    পদবী    বিষয়  বি.সি.এস     মোবাইল নম্বর   ব্লাড গ্রুপ
০১  জনাব
মশিয়ূর রহমান হুদা  সহকারী অধ্যাপক  বাংলা  ০১৭১৯৩০০৭৭২ 
০২  জনাব
সনজিদা হাকিম  প্রভাষক    বাংলা  ০১৭৭২৭৫১৩২৮ 
০৩  জনাব  প্রভাষক  বাংলা 
০৪  জনাব
মোহাম্মদ শাহীন  সহযোগী অধ্যাপক  ইংরেজী  ০১৭১১২৬২২১১  ঙ+াব
০৫  জনাব
শ্যারেল জুঁই গমেজ (সংযুক্ত)সহযোগী অধ্যাপক  ইংরেজী  ১৮  ০১৯২০৭০২৯৯২ 
০৬  জনাব
মুহাম্মদ সিরাজুল ইসলামসহকারী অধ্যাপক  ইংরেজী  ২৪  ০১৫৫৮৩২৬১১৪  অ+াব
০৭  জনাব  প্র্রভাষক  ইংরেজী 
০৮  জনাব
ঝুমুর পাল  প্র্রভাষক    ইংরেজী  ২৯  ০১৭৪৬০১০৬৭৭  ই+াব
০৯  জনাব
সুলতানা বেগম  সহকারী অধ্যাপক  অর্থনীতি  ২৭  ০১৭৬২৪২০৯১১  অ+াব
১০  জনাব
রওনক আরা পারভীন  প্র্রভাষক    অর্থনীতি  ২৯  ০১৭২৪৯৯২১১৯  অ+াব
১১  জনাব
রাজিয়া সুলতানা  প্র্রভাষক    অর্থনীতি  ২৮  ০১৯১৭০০২২২৬  ই+াব
১২  জনাব
মুহাম্মদ ফখরুদ্দীন  সহকারী অধ্যাপক  রাষ্ট্রবিজ্ঞান  ০১৭১০৮৫৫৬৬১ 
১৩  জনাব  প্রভাষক  রাষ্ট্রবিজ্ঞান 
১৪  জনাব  প্রভাষক  রাষ্ট্রবিজ্ঞান 
১৫  জনাব
ফকির ফারুক আহম্মেদ  সহকারী
অধ্যাপক  ইসলামের ইতিহাস  ১৭  ০১৮১৬০৪১৪৮৭  ঙ+াব
১৬  জনাব
মাহফুজা আক্তার  প্রভাষক    ইসলামের
ইতিহাস  ১৬  ০১৮১৮৪২৭৪৭৭  ই+াব
১৭  জনাব
    প্রভাষক    ইসলামের
ইতিহাস 
১৮  জনাব
জেবুন্নেসা মজিদ  (সংযুক্ত)    সহযোগী
অধ্যাপক  ইতিহাস  ০১৭১১৮৯৬৪৪৪ 
১৯  জনাব
আসমা আহসান  (সংযুক্ত)    সহকারী
অধ্যাপক  ইতিহাস  ২৪  ০১৭১১০৫৫৫৬১  অ+াব
২০  জনাব
মোহাম্মদ মামুন-অর-রশীদ    সহকারী অধ্যাপক  ইতিহাস  ২৫  ০১৭১৮২০৪৯৩৭  ই+াব
২১  জনাব
ফারজানা আক্তার  প্রভাষক    ইতিহাস  ৩২  ০১৬৭০২০০১৩৩  ই+াব
২২  জনাব
মোঃ শহিদুল আলম    সহযোগী অধ্যাপক  সমাজকল্যাণ  ১৪  ০১৭১১৪০৬৯৩১  ঙ+াব
২৩  জনাব  সহকারী অধ্যাপক    সমাজকল্যাণ 
২৪  জনাব
জান্নাতুল ফেরদৌস  প্রভাষক    সমাজকল্যাণ  ৩১  ০১৯১৩০৮২৮৫৪  ঙ+াব
২৫  জনাব
জান্নাতুল ফেরদৌস জিন্নাহ    সহকারী অধ্যাপক  দর্শন  ২৪  ০১৭১৭৮২৯৭৬৪  ঙ+াব
২৬  জনাব
সোনিয়া ইয়াসমিন  প্রভাষক    দর্শন  ৩২  ০১৯১৩১০৫০৭২  অই+াব
২৭  জনাব
গৌতম কুমার সাহা  সহকারী অধ্যাপক  ব্যবস্থাপনা  ১৮  ০১৭১৮৪৩১০০০  ঙ+াব
২৮  জনাব
আমেনা বেগম  প্রভাষক    ব্যবস্থাপনা  ৩২  ০১৮৪৩১৬৯০৯৩  অই+াব
২৯  জনাব
সুরাইয়া বিলকিস  প্রভাষক    হিসাববিজ্ঞান  ২৪  ০১৭১৬৪৪২২৪২  ই+াব
৩০  জনাব
রুমকি আক্তার  প্রভাষক    হিসাববিজ্ঞান  ৩৩  ০১৯২০৯২১৬৯৬  ঙ+াব
৩১  জনাব
সাহানুল কবির  সহকারী অধ্যাপক  পদার্থবিদ্যা  ২২  ০১৭১১৯৮৭৭৬৬  অ+াব
৩২  জনাব
তৃপ্তি বিশ্বাস  প্রভাষক    পদার্থবিদ্যা  ০১৫৩৫৮০২১৭৮ 
৩৩  জনাব
মুহাম্মদ মোতালেব হোসেন    সহকারী অধ্যাপক  রসায়ন বিজ্ঞান  ০১৮১৭৫৪৯৪৮০ 
৩৪  জনাব  মোঃ সিরাজুল ইসলাম প্রভাষক    রসায়ন বিজ্ঞান ৩১  ০১৯২২০০২৯৭৭  ই+াব
৩৫  জনাব  কে এম শফিকুল ইসলাম    সহকারী
অধ্যাপক  গণিত  ২৪  ০১৭১১১১২৯২৩  অই+াব
৩৬  জনাব
মোঃ সফিকুল ইসলাম  প্রভাষক    গণিত  ৩৩  ০১৯২৩৬৭৪৭৪০  ই+াব
৩৭  জনাব
চিত্ত রঞ্জন সরকার  সহকারী অধ্যাপক  উদ্ভিদবিদ্যা  ০১৭২০১৫৫৫৩৪  ঙ+াব
৩৮  জনাব
আফরোজা আক্তার  প্রভাষক    প্রাণিবিদ্যা  ২৭  ০১৮১২২৭১৫৫৪  অ+াব
৩৯  জনাব
ড. মোঃ শরিফ উদ্দিন  সহকারী অধ্যাপক  কৃষিবিজ্ঞান  ০১৭১৮৭৬১৭৮৬  ঙ+
৪০  জনাব
লিপিকা দাস  প্রভাষক    কৃষিবিজ্ঞান  ৩১  ০১৯১২৮২৭৬০৩  ই+াব
সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ
দরগ্রাম,সাটুরিয়া, মানিকগঞ্জ।
তয়  শ্রেণী কর্মচারীদের তালিকা
ক্রমিক নং    নাম    পদবী   
মোবাইল নং
১  মোঃ
ওমর আলী    অফিস সহকারী  ০১৭৩১৭১৪১২৪
২  আব্দুল
হান্নান    অফিস সহকারী  ০১৭২৭৩৯৯০৯৭
৪র্থ শ্রেণী কর্মচারীদের তালিকা
১  মোঃ
আলতাব হোসেন    এমএলএসএস    ০১৭২০১৫০২৪৩
২  মোঃ
আনোয়ার হোসেন    এমএলএসএস    ০১৯২৭৭২৬৭৯৯
৩  মোঃ
শাহজাহান মিয়া    এমএলএসএস    ০১৭২০৪০৩৮১৯
৪  হাবিয়া
বেওয়া   
  সুইপার    ০১৭৬৮১২৮২৬৬
অত্যাবশ্যকীয় কর্মচারীদের তালিকা
ক্রমিক নং  নাম  পদবী  মোবাইল নং
১  মোঃ
আবুল হোসেন  কম্পিউটার অপারেটর  ০১৭৪৫৬৫৪০৪৯
২  মোঃ
জাহাঙ্গীর আলম  পিয়ন    ০১৭৪৯৭৫৬৯৭১
৩  মোঃ
খোরশেদ আলম  নৈশ প্রহরী    ০১৭৬৩৫৭০৬৫৫
৪  মোঃ
সাজাহান   নৈশ
প্রহরী    ০১৭৫৬১৬০৬৩৯
৫  জোলেখা
বেগম  ঝাড়–দার    ০১৭৮৪১৬৭১৭২
৬  মোঃ
টিক্কা মিয়া  গেট কিপার    ০১৭৭৮২৫৩১৪৫
সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের জন্মকথা
আব্দুল হান্নান, অফিস সহকারী
 
মোঃ আলতাফ হোসেন, অফিস সহায়ক
 মোঃ আবুল হোসেন, কম্পিউটার অপারেটর
ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার বর্ধিষ্ণু
উপজেলা সাটুরিয়া। সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী-গাজীখালী বিধৌত উত্তর মানিকগঞ্জের বিরাট
জনগোষ্ঠির বিস্তীর্ণ অঞ্চল দরগ্রাম। এই গ্রামের শান্ত ¯িœগ্ধ পরিবেশে মেহগিনি, সেগুন,
নারিকেল, কাঁঠাল, সুপারি, অর্জুন বীথি শোভিত স্থানে শিক্ষার আলোক বর্তিকা হাতে দাঁড়িয়ে
আছে দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ।
১৯৬৬ সালে ১  জুলাই এই প্রতিষ্ঠানের গোড়াপত্তনের দিন। এই এলাকার
কলেজ শিক্ষার সূচনার দিন।
এই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের
আন্তরিক ইচ্ছা এবং প্রচেষ্টায় এই নিভৃত পল্লীতে 
স্থাপিত হয়ে ছিল দরগ্রাম ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ। মরহুম ভিকু বেপারির নামানুসারে
কলেজটির নামকরণ করা হয় ভিকু মেমোরিয়াল কলেজ।
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে কলেজটি ১৯৮৬ সালের
১ জুলাই সরকারি কলেজ রূপে স্বীকৃতি পায়।
যাঁরা উচ্চ শিক্ষার এ পাদপীঠ গড়ে তুলেছিলেন
তাঁদের উদ্দেশ্য ছিল এলাকার তরুণ শিক্ষার্থীরা যাতে গ্রামে বসেই উচ্চ শিক্ষার আলোক
পেতে পারেÑশহরে যেতে না হয়।
জেলা শহর থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত বিদ্যানুরাগী
ব্যক্তিবর্গ স্বগ্রামে অবস্থিত উচ্চ বিদ্যালয়েই সর্বপ্রথম শুরু করেছিলেন দরগ্রাম ভিকু
মেমোরিয়াল কলেজ। উদ্দেশ্য ছিল এলাকার ছেলেমেয়েরা যাতে শিক্ষার আলো পেতে পারে। গ্রামের
ছেলেমেয়

share with :
Notice
1 ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ। শিক্ষা বর্ষ (২০২০-২০২১) 29/02/2024
2 আগামী ১৯/০২/২০২৪ এবং ২০/০২/২০২৪ তারিখ রোজ সোমবারও মঙ্গলবার ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। 18/02/2024
3 ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত সময় সূচী প্রকাশ। 11/02/2024
4 ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময় সূচী প্রকাশ। 30/01/2024
5 ডিগ্রি ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি । 10/10/2023
6 NOC OF DILRUBA SULTANA 05/10/2023
7 ২০২২ সালের ডিগ্রি পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি । 02/10/2023
8 ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময় সূচী প্রকাশ। 17/08/2023
9 NOC 03/08/2023
10 NOC OF MD NASIR UDDIN 31/07/2023
11 ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি । 24/07/2023
12 ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচী প্রকাশ। 21/06/2023
13 ২০২১ সালের ডিগ্রিী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচী প্রকাশ। 09/04/2023
14 NOC 14/03/2023
15 রচনা প্রতিযোগিতার বিজ্ঞপ্তি। 02/03/2023
16 ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি। 09/02/2023
17 ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি আগামী ০৭-০২-২০২৩ থেকে ২৭-০২-২০২৩ পর্যন্ত। (শিক্ষা বর্ষ নিয়মিত-২০১৯-২০ অনিয়মিত সকল)) 26/01/2023
18 আগামী ০১/০১/২০২৩ এবং ০২/০১/২০২৩ তারিখে ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে। 28/12/2022
19 মুহাঃ আরিফ কামাল খান এর প্রত্যয়নপত্র। 22/12/2022
20 ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা সময়সূচি প্রকাশ। 07/12/2022
Total : 95
Notices Archive

Share with :